ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়টি ১৯১৩ খ্রিঃ অতি গ্রামীন সবুজ শ্যামলে ঘেরা জনপদে প্রতিষ্ঠিত করেছিলেন শ্রী শ্রী বঙ্গচরন মজুমদার ও শ্রী শ্রী চন্ডীচরন মজুমদার সহ তাদের বংশদধরগণন। তাদের প্রতি আমি অকৃত্রিম শ্রদ্ধাবোধ সহ
কৃতজ্ঞতা প্রকাশ করছি।
“জ্ঞানই শক্তি” “শিক্ষাই জাতির মেরুদন্ড” এ গভীর অনুভূতি থেকে বিদ্যা নিকেতনখানা তারা যখন থেকে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন সে থেকে অদ্যাবদি অসংখ্য জ্ঞান পিপাসু বিদ্যার্থী জ্ঞানের অপুরস্ত জ্ঞান ভান্ডার পূর্ন করে সূর্যরশ্মি সম আলোয় আলোকিত করে যাচ্ছেন দেশ – বিদেশে। ১৯১৪ সালে এককালীন ৪০ বছর স্বীকৃতি প্রাপ্ত হয়।১৯৫২ খ্রিষ্টাব্দে ৮ম শ্রেনীর স্বীকৃতি লাভ করে। অদ্যাবদি প্রায় ৮০-৯০ জন ৫ম ও ৮ম শ্রেণিরতে বৃত্তি লাভ করেন।
আমি ১৯৮৭ খ্রিঃ ১৫ ফ্রেব্রুয়ারিতে অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে যোগদান পূর্বক নিন্ম মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯২ খ্রিঃ ৯ম শ্রেণী খোলার মাধ্য
চিরকাল ধরে আকাশের ধ্রবতারাগুলোর যেমন মহাসাগরের নাবিকদের পথের দিশা দিয়ে আসছে ঠিক তেমনি ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয় ও শতবর্ষ ব্যাপি অত্র এলাকায় শিক্ষার আলো বিতরণ করে যাচ্ছে। নদী যেমন অনন্তকাল ধরে বয়ে চলেছে তেমনি আমাদের প্রাণপ্রিয় ধামরা আদর্শ উচ্চ
আরো পড়ুনশাহরাস্তি উপজেলাধীন ডাকাতিয়া নদীর দক্ষিন পাড়ে অবস্থিত আমার শৈশব স্মৃতি বিজড়িত,পাখি ডাকা,ছায়া ঘেরা মায়াবী পরিবেশে দামরা আদর্শ উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি ১৯১৩ সালে তৎকালীন হিন্দু জমিদার বঙ্গচরণ মজুমদার প্রতিষ্ঠা করেছিলেন।সে থেকে বর্তমান সময় পর্যন্ত শত বর্ষব্যাপি বিদ্যালয়টি জ্ঞানের আলো
আরো পড়ুন