চিরকাল ধরে আকাশের ধ্রবতারাগুলোর যেমন মহাসাগরের নাবিকদের পথের দিশা দিয়ে আসছে ঠিক তেমনি ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয় ও শতবর্ষ ব্যাপি অত্র এলাকায় শিক্ষার আলো বিতরণ করে যাচ্ছে। নদী যেমন অনন্তকাল ধরে বয়ে চলেছে তেমনি আমাদের প্রাণপ্রিয় ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয় ও শত বছরের সাক্ষী হয়ে বর্তমানের গৌরোবজ্জ্বল আঙ্গিনায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
আমরা আমাদের মনের অতৃপ্ত বাসনাগুলোর মানচিত্র আকি সবুজ ধান ক্ষেতে আর রুপালী নদীর আরশিতে। অনাগত স্বপ্ন ভীড় করে দূরকে কাছে টানার প্রিয়জনকে ভালবাসার। মঙ্গলার্থীর এই মানিবিক আবেদন মূর্ত হয়ে ধরা দেয় আমাদের মাঝে। যা সত্য তাই সুন্দর এবং সত্য সুন্দরের সাধনাই পরম আলো জ্বালায়। আর এই আলোর দিশারী একজন শিল্পী।তিনি শিল্পি যিনি সূক্ষ দৃষ্টি উদার হৃদয়,বৃত্তি,সত্য উপলব্দি এবং সৃষ্টিশীল শক্তিতে পথ চলেন।এই পথ প্রেমের,এই পথ বিদ্রোহের,এই পথ মানবতার।
দায়িত্ব নিয়ে কাজ যখন আরম্ভ করি তখন আমার হাতে সময় ছিলো কম।মাত্র দু সপ্তাহের মধ্যে কাজটি করতে আমাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়।বিশেষ করে বিভিন্ন বানী,লেখা,ছবি ও তথ্যাদি সংগ্রহ করাটা খুবই দুরহ কাজ। তবু মনের অদম্য সাহস নিয়ে কাজ করত্র আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদযাপন কমিটির সম্পাদক,অত্র বিদ্যালয়ের শিক্ষক জনাব আব্দুল কুদ্দুস ও সজিব দাস সহ সম্পাদকীয় পরিষদ এর নিকট কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। পরিশেষে সভ্যতার এই বাতিঘরটি চিরকাল ধরে যেন আলো জ্বালিয়ে যেতে পারে মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করছি।